প্রতিনিধি, নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাজী নগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে তিন ভাই মারা গেছে।
নিহতরা হলেন কামাল, রুবেল ও বাবলু। তারা কাজী নগর গ্রামের মোখছেদ উল্যাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান নূরুল আমিন স্বপন জানান, ঈদ উপলক্ষে ওই গ্রামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলার মধ্যে উভয় পক্ষ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে হারুন, বাবলু ও কামালকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এদিকে বিকালে পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ ঘটনাস্থল থেকে জানান, খেলা নিয়ে ও পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় কামালকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। অপরদিকে অপর দুই ভাইকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।