মীর মনিরুজ্জামান, নেত্রকোনা: বাংলাদেশ নজরুল সেনা নেত্রকোনা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক অঞ্জন কুমার দাস ভুট্রুর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার মানবন্ধন হয়েছে।
বাংলাদেশ নজরুল সেনা জেলা শাখার উদ্যোগে পুরাতন কালেক্টর ভবনের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অবিলম্বে অঞ্জন কুমার দাস ভুট্রুর সকল হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে নেত্রকোনা জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও নানা শ্রেণি পেশার নারী-পুরুষ অংশ নেন।
গত ৩ জুলাই অঞ্জন কুমার দাস ভুট্রুকে শহরের আনন্দবাজার মোড় এলাকায় গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। পরদিন অঞ্জন কুমার দাসের মা আরতি দাস তিনজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার দুই আসামি বাবলু ও ডা. টিটু সাহাকে গ্রেফতার করলেও প্রধান আসামি অনুকুল আজাদকে এখনো গ্রেফতার করতে পারেনি।