জয়নাল আবেদিন, রংপুর: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে হতভাগ্য এক নারীসহ ছয়জনই রংপুরের বাসিন্দা। তাদের চারজনের বাড়ি পীরগাছায়, একজন বদরগঞ্জের এবং একজন মিঠাপুকুরের।
টিকেট না পাওয়ায় তারা ঈদুল ফিতরের আগে বাড়ি আসতে পারেননি । ঈদের পরদিন রাস্তা-ঘাট ফাঁকা এবং পর্যাপ্ত টিকেট থাকায় তারা বাড়িতে রওয়ানা দেয় ।
ছয় পরিবারে এখন চলছে আহাজারি । কেউ স্বামী, কেউ পিতা আবার কেউ স্ত্রীকে হারিয়ে শোকে বিহ্বল।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে জেলা প্রশাসক রাহাত আনোয়ার ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন ।
দুর্ঘটনায় নিহতরা হলেন রংপুর জেলার পীরগাছা উপজেলার কিশমত এলাকার হোসেন আলীর ছেলে আব্দুল বারি, তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়ার আহমেদ আলীর ছেলে রুস্তম আলী, একই ইউনিয়নের আলীম উদ্দিনের ছেলে মাহবুব রহমান এবং সোনারায় গ্রামের খলিলুর রহমানের ছেলে মফিজুর রহমান । বদরগঞ্জ উপজেলার আজিজুল হকের ছেলে আনোয়ারুল ইসলাম এবং মিঠাপুকুর উপজেলার কাশিমপুর গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী মৌসুমী খাতুন ।
এদিকে একই দুঘটনায় গুরুতর আহত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তাকেও ৫ হাজার টাকা দেয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানান ।
রোববার ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়িতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন মারা যায়। এই দুর্ঘটনায় আরও অন্তত অর্ধশতাধিক আহত হন।
দুর্ঘটনায় ১৪ জন ঘটনাস্থলেই মারা যায়। দুজন হাসপাতালে নেবার পথে মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আরেকজনের মৃত্যু হয়।