ঈশ্বরদীতে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে আহত ৬

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী ভেলুপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের সময়  রাম দার কোপে ও লাঠিপেটায় ছয়জন গুরুতর আহত হয়েছে।

আহতদের মধ্যে দুলাল শেখ (৬৫), হাবিল (৩৫) ও হাবিলের স্ত্রী মুন্নিকে (২৫) ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানা ও আহতদের পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে দুলাল শেখের সাথে তার ছোট ভাই আপাল শেখের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে দুলাল শেখের পক্ষ হতে হুমকি-ধামকির অভিযোগে আপাল শেখের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরিও করা হয়। আজ মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের ভাঙা রাস্তায় দুলাল শেখ ইটের খোয়া বিছানোর কাজ করছিলেন। আপাল শেখের লোকজন তাকে বাধা দিলে উভয়ের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে সংঘর্ষ বাঁধে।

আপাল শেখের লোকজন রাম দা দিয়ে কুপিয়ে ও লাঠিপেটা করে আহত করে দুলাল শেখসহ তার পরিবারের সদস্যদের। অভিযুক্ত আপাল শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সকাল থেকেই অফিসে ডিউটিরত আছি। সংঘর্ষের বিষয়ে আমি কিছুই জানি না।

ঘটনার পর এলাকায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাশ জানান, দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। অভিযোগ আসার পরই মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।