মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): ঈদের ছুটিতে খুলনা থেকে কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকদের ওপর হামলা করেছে একদল ছিনতাইকারী। হামলায় পর্যটক রাসেল বিশ্বাস (২২), নাজমুল হক (২৫) ও আরিফুর এহসান (২২) আহত হয়েছেন। ছিনতাইকারীরা পর্যটকদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। রোববার ভোর রাতে কুয়াকাটাগামী হাজীপুর ফেরিঘাটে তারা ছিনতাইয়ের শিকার হন।
আহত পর্যটকদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত পর্যটকদের বাড়ি খুলনার শিরোমনি এলাকায়।
কুয়াকাটা নৌ পুলিশ কুয়াকাটার আবাসিক হোটেল রাজু থেকে সোমবার দুপুরে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ নয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মিলন ফকির (২২), রবিন কর্মকার (২৫), সোহেল (২০), সাব্বির (২২), উজ্জ্বল (২৫), জীবন (২২), ইমন (১৮), ইমরান হোসেন (১৮) ও শফিক (২৩)। তাদের কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
ছিনতাইকারীদের হামলায় আহত পর্যটকরা জানান, তাদের গাড়ির সামনে হোন্ডা থামিয়ে ব্যারিকেড দিয়ে ছিনতাই ও মারধর করা হয়। তারা একটি হোন্ডা চিনতে পেরে পুলিশকে অবহিত করেন। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানান।
কুয়াকাটা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সঞ্জয় মন্ডল জানান, খুলনা থেকে আসা ওই পর্যটকদের কলাপাড়া-হাজিপুর সড়কে জিম্মি করে মোবাইলসহ টাকাপয়সা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। আটক হওয়া যুবকদের সকলের বাড়ি বরিশালের সাগরদি এলাকায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজিব গ্রেফতারের ঘটনায় কলাপাড়া ছাত্রদলের প্রতিবাদ
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার কলাপাড়া উপজেলা বিএনপি কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা ছাত্রদলের উদ্যেগে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
পৌর ছাত্রদলের সভাপতি সজল বিশ্বাসের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন হারুন অর রশিদ, তারেক সুমন প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদল সভাপতিকে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও উপজেলা বিএনপি সভাপতি এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।