খুলনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রতিনিধি, খুলনা: নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় কর্নেল (অবঃ) জালাল উদ্দিন ও প্রবাসী আসিফ ইকবালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১টার দিকে ডাকাতরা গ্রিল কেটে ভেতরে ঢুকে প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কর্নেল (অবঃ) জালাল উদ্দিন জানান, ডাকাতরা তার ফ্ল্যাট থেকে ল্যাপটপ, আইফোন ও স্বর্নালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনার মাত্র একদিন আগে আসিফ ইকবাল পরিবারসহ খুলনায় ঈদ করতে আসেন। তার ফ্ল্যাট থেকে তিনটি আইফোনসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।

যুবকের লাশ উদ্ধার

নগরীর লবনচরা এলাকায় রূপসা নদী থেকে রাসেল হাওলাদার (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে লবনচরা থানা পুলি লাশ উদ্ধার করে। নিহত রাসেল নগরীর চাঁনমারী বাজার এলাকার বাসিন্দা আবদুস সালাম হাওলাদারের ছেলে। এ ঘটনায় পুলিশ তুহিন, শান্ত, ডলারসহ নিহতের চার বন্ধুকে আটক করেছে। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন জানান, গত শুক্রবার চাঁনরাত থেকে রাসেল নিখোঁজ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে রাসেলকে হত্যা করা হয়েছে।