মীর মনিরুজ্জামান, নেত্রকোনা: শহরের কালীবাড়ি এলাকা থেকে সোমবার রাতে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় পিতা-পুত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলাকান্দা গ্রামের হযরত আলী ও তার ছেলে বিপ্লব মিয়া এবং নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকার সুজিত সাহার ছেলে সঞ্জয় সাহা।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. মাসুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে শহরের কালীবাড়ি এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মঙ্গলবার মামলা হয়েছে।