এক যুগ পর নেত্রকোনার রিক্তা হত্যার রায়, পলাতক খুনি ভুলুর যাবজ্জীবন

মীর মনিরুজ্জামান, নেত্রকোনা: আটপাড়া উপজেলার কুট্টাকান্দা গ্রামের শিশু রিক্তা আখতারকে (১০) হত্যার দায়ে এ মামলার পলাতক আসামি ভুলু শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। প্রায় একযুগ আগে সংঘটিত এ হত্যাকাণ্ডের দায়ে ভুলু শেখকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ প্রায় এক যুগ আগে দায়ের করা এই মামলার রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৭ ডিসেম্বর সকালে রিক্তা আখতার স্থানীয় বাউহলা হাওরে গাভী চরাতে গেলে ভুলু শেখ তাকে ঢেকে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ১৬ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় ব্যাঙাইল নদীতে রিক্তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

রিক্তার বাবা মো. করিম বাদী হয়ে ভুলু শেখের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৪ সালের ৩১ মে ভুলু শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।