রাজশাহীর চারঘাটে আইএলএফ সদস্য গ্রেফতার

কাজী শাহেদ, রাজশাহী: চারঘাটে জঙ্গি সংগঠন ইসলামিক লিবারেশন ফ্রন্টের (আইএলএফ) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম দুরুল হুদা। মঙ্গলবার বিকেলে চারঘাট থানা পুলিশ উপজেলার ডাকরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতার মামলা আছে বলে জানিয়েছেন চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন।

ওসি জানান, আইএলএফের হয়ে দুরুল হুদা সদস্য সংগ্রহ করতেন। তার বাড়ি পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায়। গতকাল গোপনে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। দুরুল হুদা চারঘাট এমএ হাদী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।