সভাপতির মুক্তি চেয়ে খুলনায় ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি, খুলনা: ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে মঙ্গলবার ছাত্রদল খুলনা মহানগর ও জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় মহানগর ছাত্রদল সভাপতি মো. আরিফজ্জামান আরিফের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

chhatradal agitation in khulnaছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান পিতার কবর জিয়ারত করতে গেলে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার ও চরিত্র হনন করার চেষ্টার প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদল সভাপতি কামরান হাসান। এতে বক্তব্য রাখেন আমিনুর রহমান মল্লিক, ফেরদৌস আলম মিলন, জুলকার নাঈম, শরিফুল ইসলাম বাবু, মনিমুর রহমান নয়ন, আবু তাহের, শরিফুল ইসলাম, প্রিন্স মাহমুদ, এসকেন্দার মির্জাসহ অন্যরা।

নেতৃবৃন্দ অবিলম্বে রাজীব আহসানের মুক্তির দাবি জানান। তা না হলে আগামী দিনে কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।