সৈয়দ আশরাফকে জনপ্রশাসন মন্ত্রী করায় কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল

মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের সন্তান সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রী করায় কিশোরগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

freedom fighters procession in Kishoreganjমঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা ইউনিট কমান্ডার মো. আসাদ উল্লাহ, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বাছিরউদ্দিন ফারুকী, সদর উপজেলা কমান্ডার অ্যাডভোকেট মতিউর রহমান প্রমুখ। মিছিলে বিভিন্ন উপজেলার বহু মুক্তিযোদ্ধা অংশ নেন। মিছিলশষে মিষ্টি বিতরণ করা হয়।