আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): পৃথিবীর একাধিক দেশ জয়ের পর টাঙ্গাইলের মধুপুর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাকিয়া (১৬) এবার স্পেশাল অলিম্পিকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছে।

মঙ্গলবার দেশের প্রতিনিধিত্বকারী সুইড বাংলাদেশের একদল বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদের সঙ্গী হয়ে জাকিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রাত ১১টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য যাত্রা শুরু করে।
মধুপুর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় সূত্র জানায়, মধুপুর পৌর শহরের বাসিন্দা শহিদুল ইসলাম মিন্টু এবং কনা বেগমের প্রথম সন্তান জাকিয়া। জন্মগত বুদ্ধিপ্রতিবন্ধী জাকিয়া ৮ বছর বয়সে ওই বিদ্যালয়ে ভর্তি হয়। মা কনা বেগম জানান, ২০১৩ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে অংশ নিয়ে দলীয় ও এককভাবে জাকিয়া দুটি স্বর্ণ পদক জয় করে দেশের মুখ উজ্জল করে। পরের বছর ভারতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে জাকিয়াসহ দেশের প্রতিনিধিত্বকারী দল বেশ সুনাম বয়ে নিয়ে আসে।
এবার বিশ্ব আয়োজন স্পেশাল অলিম্পিকে দ্বিতীয় বারের মতো যোগ দিতে সে যুক্তরাষ্ট্রে যাচ্ছে। এজন্য প্রস্তুতি নিতে তাকে সুইড বাংলাদেশ আয়োজিত ঢাকায় প্রায় ১ মাসের প্রশিক্ষণ নিতে হয়েছে। মধুপুর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সংশ্লিষ্টরা এবং পরিবার আশা করছেন এবারও জাকিয়া পদক ছিনিয়ে এনে দেশের জন্য গৌরব নিয়ে আসবে।