আশরাফকে জনপ্রশাসন মন্ত্রী করায় কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা

মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ-১ আসনের এমপি সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রী করায় কিশোরগঞ্জে নজিরবিহীন বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ, বিভিন্ন সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের হাজার হাজার জনতা এই শোভাযাত্রায় অংশ নেন।

Kishoreganj (Procession For Syed Ashraf) 23.07.15
আশরাফকে জনপ্রশাসন মন্ত্রী করায় কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা

সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যান্ড পার্টি নিয়ে নেচে-গেয়ে খ- খ- মিছিল এসে সমবেত হয় জেলা আওয়ামী লীগ কার্যালয় এলাকায়। মিছিলকারীদের হাতে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা ছাড়াও বৈঠা, লাঙ্গল, জোয়াল, হুকাসহ নানা উপকরণ শোভা পাচ্ছিল। দুপুরে কয়েক হাজার জনতা বঙ্গবন্ধু, সৈয়দ আশরাফের বাবা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৈয়দ আশরাফের প্রতিকৃতি নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে সড়কের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দু’পাশে শত শত কৌতুহলী জনতা ভীড় করে শোভাযাত্রা উপভোগ করেন। শোভাযাত্রায় সংরক্ষিত আসনের এমপি দিলারা বেগম আছমা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আসাদউল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, কিশোরগঞ্জ চেম্বারের সভাপতি মো. বাদল রহমান, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম, যুবনেতা মাহমুদ পারভেজ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের সমন্বয়কারী এনায়েত করিম অমি, সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন প্রমুখ নেতৃত্ব দেন।