কাজী শাহেদ, রাজশাহী: বিদেশে পাচারের সময় নওগাঁ থেকে তিন নারীকে উদ্ধার করেছে রাজশাহী র্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের সদস্যরা। এ সময় আবু হোসেন বাবু (৩৫) নামে পাচারকারী চক্রের এক সদস্যকেও আটক করা হয়েছে।
তাদের উদ্ধারের পর জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা সদরের জজকোর্ট এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা । উদ্ধার হওয়া নারীদের বাড়ি মাহদেপুরের আদর্শ গ্রামে।
আবু হোসেন বাবুর বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার চকহরিবভ আদর্শ গ্রামে। এ সময় তার কাছ থেকে ইউনিয়ন পরিষদের ৬টি ফাঁকা পরিচয়পত্র, ৬টি পাসপোর্ট সাইজের ছবি উদ্ধার করে র্যাব।
জিজ্ঞাসাবাদে বাবু জানিয়েছে, দীর্ঘদিন ধরে সে গ্রামের অসহায় গরীবদের চাকরিসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে কম টাকায় বিদেশে যাওয়ার নামে পাচার করে আসছে। ওই তিন নারীর প্রত্যেকের কাছ থেকে সে ৩৫ হাজার টাকা করে আদায় করে তাদের ওমানে পাচারের চেষ্টা করছিল।