রংপুরে ৪ জেলার ৮৯ জন নির্বাচিত নারীর শপথ গ্রহণ

রংপুর থেকে জয়নাল আবেদীন: ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর বিভাগের ৪ জেলার ৮৯ জন সংক্ষিত মহিলা আসনে নির্বাচিত সদস্যগণের শপথ গ্রহণ বুধবার অনুষ্ঠিত হয়েছে।

রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সকাল ১০টায় লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার ৮৯ জন নবনির্বাচিত মহিলা কাউন্সিলদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার  মুহাম্মদ দিলোয়ার বখত।

RANGPUR UPOZILLA  MOHELA CAUNCHELOR SOPOTH PHOTO_02
রংপুরে ৪ জেলার ৮৯ জন নির্বাচিত নারীর শপথ গ্রহণ

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মো. আব্দুল মজিদ ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাসান আহম্মেদ। এর আগে গত ১৩ জুলাই রংপুর বিভাগের ৪ জেলার ২৬টি উপজেলার ৯৫জন মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।