হায়দার হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ সাতজন মারা গেছেন। এ দুর্ঘটনায় ১৫ জন আহত হন।
আজ (শনিবার) সকাল ১১ টার দিকে ঢাকা-খুলনা মহসড়কের ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের চারজন পুরুষ ও তিনজন নারী। তারা সবাই সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তারা হলেন মাইক্রোবাসচালক ফরিদপুর সদরপুরের হানিফ (২৮), নড়াইলের নড়াগাতীর ফুল মিয়ার ছেলে বাবু শেখ (৪৫), কালিয়ার আসাদুজ্জামান শেখের মেয়ে তানিয়া (৩০), লোহাগাড়ার মিরাজ মিয়ার স্ত্রী মেহেদী বেগম ও মিজানুর রহমান (৫০) । এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।
কাশিয়ানী থানা পুলিশ জানিয়েছে, কালনা থেকে মাওয়াগামী একটি মাইক্রোবাসকে কাশিয়ানীর ব্যাসপুর থেকে গোপালগঞ্জগামী আশিক সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবু শেখ নিহত হন এবং ১৬ জন আহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরো ছয়জনের মৃত্যু হয়। আহত অপর আটজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী থানার ইনেসপেক্টর তদন্ত মিজানুর রহমান জানান, আহত পলাশ, জামাল, জুয়েল, রিতা, আজিজ, বিপ্লবকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আশংকাজনক অবস্থায় রোজী ও সাদ্দামকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার শিকার আহত মাইক্রোবাস যাত্রী ফরিদপুর জেলার ইকরাইল গ্রামের পলাশ জানান, মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ: ১১-০৬৫০) কাশিয়ানী উপজেলার কালনা ঘাট থেকে ১৪ জন যাত্রী নিয়ে মাওয়া ঘাটের দিকে রওনা দেয়। মাইক্রোবাসটি ভাটিয়াপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আসিক সাগরের একটি লোকাল বাসের (যশোর জ ০৪-০০৪৫) দ্রুতগতিতে চাপা দেয়। এতে মাইক্রোবাসের ড্রাইভারসহ যাত্রীরা হতাহত হয়।