আজিজুল ইসলাম, মৌলভীবাজার: সদর উপজেলার সরকারবাজার এলাকার বাউরভাগে শনিবার ভোরে অস্ত্র ও জিহাদি বইসহ দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার সাদুহাটি গ্রামের কাঞ্চন মিয়া (৫৫) ও ফতেপুর গ্রামের নুর মিয়াকে (৪০) আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, সাতটি পেট্রোলবোমা, ১৪টি ককটেল ও প্রচুর জিহাদি বই জব্দ করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দীলিপ কুমার দাস জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।