কিশোরগঞ্জে বাসচাপায় যুবকের মৃত্যু

মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-ঢাকা সড়কে বিন্নাটি এলাকায় বাসের চাপায় মো. আল-আমিন (২৮) নামে এক মটরসাইকেল আরোহী মারা গেছেন। তিনি ময়মনসিংহের নান্দাইল দহগ্রাম এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ জানায় শনিবার বিকাল পৌনে তিটার দিকে আল-আমিন মটরসাইকেলে করে ভৈরবে তার শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। বিন্নাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা সুলতান পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৪২৬) চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পলাতক। পুলিশ লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।