কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মো: ওয়াজি উল্যাহ জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট বাজারে কার্টুনের ভিতরে একটি কন্যা শিশুর মৃত দেহ পাওয়া যায়। রবিবার রাত ৮টা স্থানীয়রা কার্টুনটি দেখতে পায়। কে বা কারা লাশ ভর্তি কার্টুনটি রেখে যায় তা কেউ বলতে পারছে না।
হাজিরহাট বাজার কমিটির সেক্রেটারি মো: শাহজাহান জানান, মৃত শিশুটিকে দেখেছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য থানাকে অবহিত করেছি।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন আহমদের কাছে জানতে চাইলে তিনি জানান, এক্ষেত্রে সাধারাণত ময়নাতদন্ত ও কোন অপমৃতুর মামলা হয় না।