রংপুর থেকে জয়নাল আবেদীন: চলতি বছর রংপুর থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ্বব্রত পালনের জন্য সোমবার দিনভর হজ্বযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন রংপুর জেলা এবং বিভাগীয় কার্যালয়ের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উপ সচিব শহিদুল ইসলাম।

বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় হজ্ব বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন গাইড খাজা আহমেদ এবং মাওলানা হাফিজুল ইসলাম। চলতি বছর রংপুর থেকে সরকারিভাবে প্রায় ৩শ হজ্বযাত্রী হজ্ব পালনের জন্য মক্কা এবং মদিনা শরিফ যাবেন।