হাকিম বাবুল, শেরপুর: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার শেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। নিহত ফরহাদ আলী ফুয়াদ (৫৫) সদর উপজেলার বলাইয়েরচর দক্ষিণপাড়া গ্রামের বিন্দু মিয়ার ছেলে।
সোমবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিন্দু শেখের সন্তানদের মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে বেশ কিছুদিন যাবত বিরোধ চলছিল। রাববার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজেদের বাড়ীতে ঝগড়ার একপর্যায়ে ছোট ভাই বেলাল হোসেন ধারালো দা দিয়ে বড় ভাই ফরহাদ আলী ফুয়াদের মাথায় কোপ দেয়।
এতে ফুয়াদের মাথার ডান দিকের কানের পাশে আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। রাতেই নিহতের স্বজনরা লাশ নিয়ে শেরপুর সদর থানায় হাজির হয়ে এজাহার দায়ের করে।
শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, নিহতের স্ত্রী ছানোয়ারা বেগম শিল্পী বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছ। আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে তিনি জানান।