রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে মঙ্গলবার সকাল ১১টার দিকে নারকেল পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে একজনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের নাম আব্দুল মন্নান মনা (৪৫)। সে সোনাপুরের নাছির আলী দালাল বাড়ির বাসিন্দা ও সাবেক মেম্বার ইসমাইল হোসেনের পুত্র।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, একই বাড়ির নিহত মনার চাচাতো ভাই ফিরোজ আলমের সাথে র্দীঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার সময় বিরোধকৃত জমির একটি নারকেল গাছ থেকে নারকেল পাড়ার জন্য গাছে উঠেন মনা। এ সময় মনার চাচাতো ভাই ফিরোজ আলম ও তার ছেলে জুয়েল এসে মনাকে এলোপাথারি পিটিয়ে ও শ্বাসরোধ করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ফিরোজ আলম ও জুয়েল পালিয়েছে।
রায়পুর থানার এসআই মো. ময়নাল সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।