মংলা (বাগেরহাট) থেকে জাহিবা হোসাইন: উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারও মংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। মৌসুমী নিম্নচাপের প্রভাবে মংলাসহ আশপাশ উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।
বৃষ্টিপাতের কারণে মংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ ব্যাহত হচ্ছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গভীর সাগর ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেরা নিরাপদে মংলাসহ বিভিন্ন নদী-খালে আশ্রয় নিয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্যোগের ফলে কাজ না থাকায় বেকার হয়ে পড়েছে শ্রমিক-কর্মচারী ও জেলেসহ দিনমজুরেরা।