রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর পবা উপজেলায় কোটি টাকা মূল্যের নকল সিগারেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার বাগসারা এলাকায় অভিযান চালিয়ে গোল্ডলিফ ও স্টার কোম্পানির বিপুল পরিমাণ নকল সিগারেট ও সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় কারখানা ম্যানেজার বোরহান উদ্দিনকে গ্রেফতার করে দেড় বছরে কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিন জানান, এর আগেও এই কারখানাটিতে অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়েছিল। ওই সময় ম্যানেজার বোরহান উদ্দিন পলাতক ছিলেন। তবে গতকাল তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। কারখানাটি আবারও সিলগালা করে দেওয়া ছাড়া জব্দকৃত প্রায় কোটি টাকা মূল্যের নকল সিগারেটসহ সিগারেট তৈরির কাঁচামাল, তামাজাত দ্রব্য গুল, সিগারেটের লেভেলসহ আনুসঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ২৭ মে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযানেও প্রায় কোটি টাকার মূল্যের সিগারেটসহ বিভিন্ন জিসিনসপত্র জব্দ করে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়েছিল। সিলগালা করা হয়েছিল কারখানাটি।