রায়পুরে পরিত্যক্ত অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব

রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের একটি সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সচল এলজি ও ১২ বোর শর্টগানের একটি গুলি উদ্ধার করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি দল এ উদ্ধার অভিযান চালায়।

Raipur (Lakshmipur) News 28-07-2015 Pic
রায়পুরে পরিত্যক্ত অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব

মঙ্গলবার দুপুরে র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. আব্দুল ওয়ারেস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল এএসপি মো. আব্দুল ওয়ারেস এর নেতৃত্বে দক্ষিণ রায়পুর জাহাঙ্গীর মিয়ার বাড়ির সামনে সুপারি বাগানের ভিতর পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদ মজুদ রয়েছে জানতে পারে। ওই সংবাদের ভিত্তিতে রাত ১১টার সময় এএসপি মো. আব্দুল ওয়ারেস এর নেতৃত্বে র‌্যাবের দলটি সুপারি বাগানের ভিতর অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত একটি দেশী সচল এলজি, যা লম্বায় কাঠের বাট ও লোহার ব্যারেলসহ ২ ফুট ৬ ইঞ্চি এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে।