স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা!

গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে স্ত্রীর সাথে অভিমান করে দুই সন্তানের জনক রিকসা চালক মোরশীদ আলী (২৬) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা কালিরহাট সংলগ্ন মাঝি ভিটা নামক স্থানে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রতিবেশীরা নিজ বসত ঘরের ধর্নায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মোরশীদকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছেন গফরগাঁও থানার ওসি আবু ওবায়দা খাঁন।

এলাকাবাসী জানান, গত সোমবার সকালে সংসারে অভাব-অনটন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেই ঝগড়ার জের ধরে মোরশীদের স্ত্রী হাসিনা রাগ করে বাপের বাড়ি চলে যায়। এতে স্ত্রীর সাথে অভিমান করে মোরশীদ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।