শেরপুরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরে পৃথক দু’টি ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার সদর উপজেলার পাকুরিয়া খামার পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে নজরুল ইসলাম নামে একজন ও চরশেরপুরের হেরুয়া গ্রামে বিষপানে রফিক মিয়া নামে আরো একজনের মৃত্যু হয়েছে।

সদর থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান জানান, সদর উপজেলার পাকুরিয়া খামারপাড়া গ্রামে বিরোধপূর্ণ একটি জমি নিয়ে নজরুল ইসলামের সাথে প্রতিপক্ষ সোবাহানদের র্দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ওই বিরোধপূর্ণ জমিতে বুধবার সকাল ৬টার দিকে সোবাহান তার লোকজন নিয়ে জমি দখল করতে গেলে নজরুল বাধা দেয়। এক পর্যায়ে প্রতিপক্ষের সাথে হাতাহাতি হলে কিল ঘুষির আঘাতে নজরুল ইসলাম মাটিতে পড়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে জেলা সদর হাসলপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সদর উপজেলার চরশেরপুর হেরুয়া গ্রামের আনছার আলীর ছেলে যুবক রফিক মিয়া বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলে পুলিশ জানিয়েছে।