কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের দেয়া ফাঁসির রায় আপীল বিভাগে বহাল থাকায় কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। বুধবার সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে মিছিলপূর্ব সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পাতাকা তুলে দেওয়ার অপরাধে বিএনপি নেত্রী খালেদা জিয়ারও ট্রাইবুনালে বিচার হওয়া উচিত। সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় মুক্তিযোদ্ধা ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। মিছিলে অন্যান্যের মাঝে নেতৃত্ব দেন ডেপুটি কমান্ডার বাছিরউদ্দিন ফারুকী, সদর উপজেলা কমান্ডার অ্যাডভোকেট মতিউর রহমান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, সাব্বির আহমেদ মানিক, অধ্যাপক আবুল কাশেম, বোরহানউদ্দিন সুধা, ডা. সিদ্দিক হোসাইন, ভূপাল নন্দী, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যসচিব আব্দুল আউয়াল প্রমুখ।