খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মনোগ্রামের আংশিক সংশোধন করা হয়েছে। ইতোপূর্বে ব্যবহৃত ডিম্বাকৃতির মনোগ্রামের স্থলে বৃত্তাকার মনোগ্রাম ব্যবহার করা হচ্ছে। যার উপরের অর্ধেক অংশে সবুজ জমিনের ওপর সাদা কালিতে বাংলায় ‘খুলনা সিটি কর্পোরেশন’, নিচের অর্ধাংশে সবুজ জমিনের ওপর সাদা কালিতে ইংরেজীতে ‘KHULNA CITY CORPORATION’ লেখা বৃত্তের মাঝে লাল জমিনে সাদা রঙের ল্যাম্পপোস্ট ও পানির ওভারহেড ট্যাংকির প্রতীকের মাঝখানে ঘরের প্রতীক এবং এসব প্রতীকের নিচে সবুজ জমিনের ওপর প্রতিষ্ঠানটি স্থাপনের সাল ১৮৮৪ মুদ্রিত থাকবে।

কেসিসি’র মনোগ্রাম সম্পর্কে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২৮ জুলাই ২০১৫ তারিখে অনুষ্ঠিত কেসিসি’র ১৮তম সাধারণ সভায় উল্লিখিত মনোগ্রামটি চূড়ান্ত করা হয়। কেসিসি’র একমাত্র মনোগ্রাম হিসেবে প্রয়োজনীয় সকল কাগজপত্রে সংশোধনকৃত মনোগ্রামটি ব্যবহার করা হবে।