আতাউর রহমান মিন্টু, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে বুধবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের চুড়ান্ত খেলায় আঠারদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে কান্দিপাড়া সরকারি প্রাথমিক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে
সকালে ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা (বালিকা) ফুটবল টুর্নামেন্টে দক্ষিন্নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-১ গোলে ছিপান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।