ফলোআপ: মংলায় আশ্রয় কেন্দ্রে তালা, নেই মাইকিং ও সতর্কতার পতাকা

মংলা (বাগেরহাট) থেকে জাহিবা হোসাইন: দুর্যোগ মোকাবেলা ও জানমাল রক্ষায় মংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৃথক জরুরি বৈঠক করেছে। খোলা হয়েছে পৃথক কন্ট্রোল রুম। ইতিমধ্যে সকল সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে বলে স্থানীয় প্রশাসন দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন।

শহরের কাছাকাছি কানাইনগর ও চিলা এলাকায় গিয়ে দেখা যায় আশ্রয় কেন্দ্রগুলোতে তালা ঝুলছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের সতর্কতাবস্থায় থাকার জন্য বুধবার রাতে মাইকিং করা হলেও বৃহস্পতিবার ভোর থেকে কোথাও কোনো ধরনের মাইকিং প্রচারণা চালানো হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া সরকারি–বেসরকারি কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে কোথাও কোনো সতর্কতা সংকেত চিহ্নিত পতাকাও টানানো হয়নি। দুপুর পর্যন্ত এখানকার আবহাওয়া স্বাভাবিক রয়েছে। দুর্যোগ মোকাবেলায় এখানকার ৩৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নাহিদুজ্জামান।

এদিকে সাগর ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া প্রায় ২০ হাজার জেলে-মাঝিমাল্লা সুন্দরবনের দুবলার চরসহ আশপাশের নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব:) জিয়া উদ্দিন আহমেদ। সাগর থেকে জেলেদের নিরাপদে ফিরতে সহায়তা প্রদান করছে র‌্যাব-৮ ও কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। কোস্ট গার্ড সদস্যরা সুন্দরবনের বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো উম্মুক্ত রেখেছে।