জাহিবা হোসাইন, মংলা: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিন্মচাপের কারণে মংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত জারি হওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া পৌর এলাকার ৯টি ওয়ার্ড ও ৬টি ইউনিয়নের সকল ওয়ার্ডে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সর্তক করার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান।
এদিকে রাত সাড়ে ৯টা থেকে সুন্দরবন সংলগ্ন মংলার জয়মনি এলাকায় সতর্কতাবস্থায় থাকার জন্য মাইকিং করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে সকল সাইক্লোন শেল্টার ও বহুতল ভবন বিশিষ্ট প্রতিষ্ঠান।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া প্রায় ২০ হাজার জেলে ও মাঝি দুবলার চর সহ আশপাশের চর, নদী ও খালে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়া উদ্দিন আহমেদ।
সাগর-সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপদ আশ্রয়ে ফেরার জন্য সহায়তা করছে র্যাব ও কোস্ট গার্ড সদস্যরা।