গফরগাঁওয়ে কিশোরী গৃহকর্মী গণধর্ষণের শিকার

আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ শুক্রবার তিন বখাটে যুবকের হাতে ১২ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে উপজেলার পাকাটি গ্রামের একটি বাড়ির গৃহকর্মীকে একা পেয়ে একই এলাকার তিন বখাটে যুবক ধর্ষণ করে।

এলাকাবাসী কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ধর্ষিতার জবানবন্দি রেকর্ড করেছে। ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, এ ঘটনায় পাকাটি গ্রামের রঞ্জিতের ছেলে দীলিপ (১৮), হাফিজ উদ্দিনের ছেলে আসাদুল (২৬) এবং দুলালের ছেলে হৃদয়কে (১৯) আসামি করে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।