মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুরের সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামে খুকি বেগম (৩৫) নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই গ্রামের উড়িবাড়ীতে বিষ পান করেন তিনি। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে সদর হাসপাতালে নিলে কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খুকি একই এলাকার হারুনুর রশিদের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে তিনি বিষপান করেন বলে স্থানীয়দের ধারণা। আবার কেউ কেউ বলছেন এনজিও ঋণসহ স্থানীয় পাওনাদারদের চাপে হতাশ হয়ে তিনি বিষপান করেছেন।
রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. আনোয়ার জানান, মৃতদেহের ময়না তদন্ত হচ্ছে।
আদালত থেকে ফেরার পথে হামলায় আহত ১০
মারামারির মামলায় লক্ষ্মীপুর আদালত থেকে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মফিজুর রহমান (৫৫) নামের একজনকে রায়পুর রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে দালালবাজার দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে।
আহত মফিজুর রহমান জানান, চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের সিরাজের সাথে একই এলাকার শিব্বির ও নজরুলের মারামারি হয়। অথচ মিথ্যা অভিযোগ দিয়ে বুধবার রায়পুর থানায় মফিজুর রহমানসহ ১০জনকে আসামি করে একটি মামলা করে আবু তাহের। ওই মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হলে আদালত তাদেরকে জামিন দেন। জামিন পেয়ে বাড়ি ফেরার পথে আলাউদ্দিন, সিরাজ ও আবু তাহেরের নেতৃত্বে ১৪/১৫জন তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে।
এ ঘটনায় সিরাজ ও আলাউদ্দিনদের বক্তব্য জানার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তারা পলাতক বলে জানা গেছে।