রায়পুরে পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যার চেষ্টা, পুত্রবধূ বললেন মিথ্যা অপবাদ

মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় পুত্রবধূ ফাতেমা আক্তার (২০) তার শাশুড়ি খতেজা বেগমকে (৫৫) কামড়িয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে ফাতেমা অভিযোগ অস্বীকার করে বলেছেন, বাপের বাড়ি যেতে চাইলে তাকে বাধা দেওয়ায় দুজনের মধ্যে ধস্তাধস্তিতে শাশুড়ি আহত হন। তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার রায়পুর উপজেলার সীমান্তবর্তী আলোনীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

girl attacks in-law in Raipur
খতেজা বেগম (বাঁয়ে) তাকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন, ফাতেমা (ডানে) এ অভিযোগ নাকচ করেছেন।

এ ঘটনায় গ্রামবাসী ফাতেমাকে পিটুনি দিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত খতেজা বেগমকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শাশুড়ি বাদী হয়ে আজ শুক্রবার ফরিদগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

খতেজা বেগম জানান, প্রায় তিন মাস আগে তার সৌদী আরব প্রবাসী ছেলে রুবেল হোসেনের সঙ্গে (৩২) রায়পুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফাতেমা আক্তারের বিয়ে হয়। বিয়ের এক মাস পর রুবেল বিদেশ চলে যায়। এরপর থেকে পুত্রবধূ পরকীয়ায় জড়িয়ে পড়ে। ঘটনার দিন মোবাইলে ফাতেমা তার প্রেমিকের সাথে কথা বললে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয় ফাতেমা তার ওপর হামলা চালায়।

ফাতেমা আক্তার বলেন, আমার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ মিথ্যা। পিতার বাড়িতে যেতে চাইলে যেতে না দেওয়ায় ঝগড়া হয়। ওই সময় ধস্তাধস্তিতে শাশুড়ি আহত হন। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।