কাউখালীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন

রবিউল হাসান রবিন, পিরোজপুর: ‘কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান, সবাই মিলে সব খানে করি সমাধান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে উদ্বোধন হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।

kawkhali rally on world breast feeding weekদিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে হাসপাতালে গিয়ে শেষ হয়।

পরে হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডা. ওসমান গণি ও ডা. সাদিয়া সুমি।