কোটালীপাড়ায় ডাকাত-পুলিশ গোলাগুলি, গুলিবিদ্ধ দুই ডাকাতসহ গ্রেফতার ৪

হায়দার হোসেন, গোপালগঞ্জ:  কোটালীপাড়ায় ডাকাত ও পুলিশের মধ্যে গুলি বিনিময়কালে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে কোটালীপাড়া উপজেলার বৈকন্ঠপুর ব্রিজের কাছে গোলাগুলির ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের চান মিয়া খার ছেলে সাদ্দাম খা (২৫), মুকসুদপুর উপজেলার ননীক্ষির গ্রামের আমির তালুকদারের ছেলে লিয়াকত তালুকদার(২৮), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শংকরদি গ্রামের জলিল মোল্যার ছেলে সরোয়ার মোল্যা (৪২) এবং একই উপজেলার নুরু শেখের ছেলে শাহাজান শেখ(২৭)। এদের মধ্যে প্রথম দুজন গুলিতে আহত হয়। তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক সুমন আইচ জানান,  বৈকন্ঠপুর ব্রিজের কাছে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও গুলি ছুড়লে গুলিবিদ্ধ দুই ডাকাতসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়। অন্যরা এসময় পালিয়ে যায়। তারা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।