‘ক্যারি অন সিস্টেম’ পুনর্বহালের দাবিতে রংপুরে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

জয়নাল আবেদীন, রংপুর: ক্যারি অন সিস্টেম পুনরায় চালুর দাবিতে শনিবার সকালে রংপুরে মানববন্ধন করেছে  মেডিকেল শিক্ষার্থীরা।

নগরীর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন রংপুরের সরকারি ও বেসরকারি  মেডিকেল কলেজের সহস্রাধিক শিক্ষার্থী।

Rangpur medical students demand carry on system againক্যারি অন সিস্টেম চালু থাকাকালীন কোনও পেশাগত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর পরবর্তী বর্ষের ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পেত এমবিবিএস শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার ঝুঁকি থাকত না।

এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী তানজিলা প্রমা, আবরার জাহিন, জাকির হোসেন রাফি, মাসকালিন তূর্যসহ অন্যরা। তারা বলেন, ক্যারি অন সিস্টেম বাতিল করায়  মেডিকেল শিক্ষায় ছয় মাসের সেশন জট তৈরি হয়েছে। শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষায় সময়মতো অংশ নিতে পারবে না। এতে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী ঝরে পড়বে। দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।