দুই মাস পর গ্রেফতার হলো হাতকড়া খুলে পালানো খুনের আসামি

হাকিম বাবুল, শেরপুর: পুলিশ কাস্টডি থেকে আদালতে নেওয়ার সময় হাতকড়া খুলে পালানো হত্যা মামলার মামলার আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজুলকে (৩০) দুই মাস ছয়দিন পর পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গি এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

fugitive arrested in Sherpurশেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহজাহান মিয়া শনিবার রাত এগারোটার দিকে আদালত চত্বরে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি হাজিফুলকে গ্রেফতার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে শেরপুর আনা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী নন্নী এলাকার ইজিবাইকচালক ওমর হত্যা মামলার আসামি এই হাফিজুল। গত ২৫ মে ওই হত্যা মামলার ধার্য তারিখে তাকে অন্যান্য আসামিদের সাথে পুলিশ কাস্টডি থেকে বিচারিক হাকিমের আদালতে নেওয়ার সময় সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যায়।