আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): মধুপুর গড়াঞ্চলের আত্মহননকারী আদিবাসী মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র সাংমার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। ধীরেন্দ্র সাংমার সৎকার ও শ্রাদ্ধ কাজে সহযোগিতার জন্য সংসদ পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেছে কমান্ড কাউন্সিল।
শুক্রবার মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ধীরেন্দ্রের এক শোকসভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষে একটি টিম যোগ দেয়। ভারপ্রাপ্ত মহাসচিব (কল্যাণ) আসাদুজ্জামান আরজুর নেতৃত্বে দুই সদস্যের ওই টিমের অপর সদস্য ছিলেন সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমেদ। শোক সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল কান্তি গোস্বামীর সভাপতিত্বে শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা কমান্ডার আব্দুস ছোবাহান তুলা, ভূয়াপুর উপজেলা কমান্ডার এম এ মজিদ, মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হবিবুর রহমান, বর্তমান ডেপুটি কমান্ডার আব্দুর রশিদ, কার্যকরী কমিটির সদস্য সুনীল কুমার মজুমদার, ধীরেন্দ্র সাংমার ছোট ছেলে নবীন সাংমা। মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদীর সঞ্চালনায় শোকসভায় ধীরেন্দ্রের স্ত্রী পলিনা নকরেকসহ ধনবাড়ী উপজেলা কমান্ডার আনোয়ার হোসেন কালু, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জমিসংক্রান্ত ও পারিবারিক নানা কারণে হতাশ হয়ে একাত্তরের বীর মুত্তিযোদ্ধা মধুপুর গড়াঞ্চলের আদিবাসী ধীরেন্দ্র সাংমা (৮৯) গত ২৫ জুলাই দিবাগত গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার আত্মহত্যাকে অনেকেই রহস্যজনক মনে করেছেন।