প্রতিনিধি, রংপুর: মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও এর বিস্তার রোধে র্যালি হয়েছে রংপুরে। শনিবার দুপুরে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা রহমানের নেতৃত্বে র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সামাজিক সংগঠনের সদস্য ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন। রংপুর মাল্টিমিডিয়া নামের একটি সংগঠন র্যালির আয়োজন করে।