জয়নাল আবেদীন, রংপুর: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মীমের ওপর হামলার বিচার ও চিকিৎসকদের নিরাপত্তা এবং মর্যাদার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল এ্যসোসিয়েশন (বিএমএ) রংপুর শাখা। রোববার দুপুরে মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মেডিকেল মোড়ে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন ডা. সৈয়দ মামুনুর রহমান, ডা. নুরুন্নবী লাইজু, ডা. সুজাউদ্দৌলা, ডা. ফারহান ওহাব, ডাঃ সরোয়ার আলম, ডা. মাহফুজ রহমান, ইন্টার্ন ডক্টর এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাফিউল আজাদ রিফাত, কলেজ ছাত্রলীগ সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিবসহ অন্যরা। সমাবেশে চিকিৎসকরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রংপুর বিভাগীয় ও জেলা খাদ্য পরিদর্শক সমিতির অর্ধদিবস কর্মবিরতি
ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপকসহ তিন খাদ্য কর্মকর্তাকে লাঞ্চিত ও কারিগরি খাদ্য নিয়ন্ত্রকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে রংপুর বিভাগীয় ও জেলা খাদ্য পরিদর্শক সমিতি। রোববার সকালে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ে সমিতির নেতারা কালো ব্যাজ লাগিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, জেলা কমিটির সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক আনিসুল ইসলামসহ অন্যরা। আলোচনা সভায় দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে রংপুর থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানানো হয়।