ফল গাছের চারা পেল নকলার ৯০০ কৃষক পরিবার

হাকিম বাবুল, শেরপুর: নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ভুরদি গ্রামে ৯০০ কৃষক পরিবারকে বিনামূল্যে পাঁচটি করে ফল গাছের চারা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চারার মধ্যে রয়েছে একটি করে চায়না-৩ জাতের লিচু, লটকন, আমড়া, কাগজি লেবু ও থাই পেয়ারা। এছাড়াও কৃষকদের মাঝে জৈবসার হিসেবে ‘মাইমুছা’ গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা অফিস চারা বিতরণ করে।

এ উপলক্ষে রোববার দুপুরে ভুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক ড. মো. আব্দুস ছালাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদারসহ অন্যরা। অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষক লীগ সভাপতি আলমগীর আজাদ, আদর্শ কৃষক আব্দুল মন্নাফ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবীর জানান, উপজেলা পর্যায়ে কৃষিমেলা আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্বৃত্ত টাকা থেকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পরামর্শে ভুরদি গ্রামের দুটি ব্লকে কৃষক পরিবারকে ফল গাছের চারা দেওয়া হয়।