মীর মনিরুজ্জামান, নেত্রকোনা: কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের বুধু মিয়া হত্যার মামলায় তার ছেলে হেকিমের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আজ সোমবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ৮ অক্টোবর দুপুরে আসামি মো. হেকিম তার বাবা বধু মিয়াকে নিজের নামে জমির দলিল করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পরে দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হেকিম তার বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করে।
এ ঘটনায় ওই দিনই নিহতের ভাতিজা মো. রিটন বাদী হয়ে হেকিমের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন। তদন্তশেষে পুলিশ ২০০৬ সালের ৩০ নভেম্বর হেকিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
শুনানি শেষে খুনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদলত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট মো. আব্দুল কাদির ভূইয়া । আসামিপক্ষে ছিলেন এ্যাডভোকেট আশীষ কুমার সিংহ।