রংপুরে অটোচালকদের বিক্ষোভ, বিকল্প ব্যবস্থার দাবি

জয়নাল আবেদীন, রংপুর: পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে অটোচালক উন্নয়ন শ্রমিক কল্যাণ কমিটি । সোমবার সকাল ১১টায় রংপুর কাচারীবাজার এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে সম্মিলিত হয় তারা।

tri-cycler protest in Rangpurএ সময় অটো শ্রমিকরা বিকল্প ব্যবস্থা না করেই হাইওয়ে থেকে তিন চাকার যান উচ্ছেদ, স্থায়ী অটো স্ট্যান্ড স্থাপন এবং পুলিশি নির্যাতন বন্ধসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেন ও সড়ক অবরোধের চেষ্টা চালান । অটো শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, বিকল্প লেনের ব্যবস্থা না করেই সরকারের এ সিদ্ধান্ত অযৌক্তিক । এ ছাড়া উচ্ছেদ অভিযানের সময় অটোচালকদের ওপর পুলিশি নির্যাতনেরও প্রতিবাদ জানান তারা । দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেন রংপুর অটো চালক উন্নয়ন কমিটি ।