আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): ধনবাড়ীতে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়েছে। ইউএনও (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সোমবার উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ জেড এম সালাউদ্দিন, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, পুরস্কারপ্রাপ্ত মৎস্য চাষি রোকেয়া খাতুনসহ অন্যরা।

লুৎফুন নাহার ধনবাড়ীর নতুন ইউএনও
লুৎফুন নাহার ধনবাড়ীর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন। তিনি এর আগে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত ইউএনও মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর, শিক্ষা অফিসার মাহবুব জামানসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ অন্যরা।
