দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় নাশকতা মামলার পলাতক আসামি জামায়াতের এক কর্মীকে ধরতে গিয়ে জামায়াতের কর্মীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন এক পুলিশের এসআই। আসামিকে ছিনিয়ে নিয়েছে দলীয় কর্মীরা।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম জানায়, মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দরে নাশকতা মামলার পলাতক আসামি জামায়াতের কর্মী জামাল হোসেনকে (৩৮) দেখতে পেয়ে চিরিরবন্দর থানার এসআই আব্দুর রহমান ধাওয়া করে ধরে ফেলেন। এসআই রহমান অন্য একটি মামলার তদন্ত করে একাই ফিরছিলেন।
এ সময় আসামি জামালের চিৎকারে জামায়াতের নেতাকর্মীরা এগিয়ে এসে পুলিশ কর্মকর্তাকে ঘিরে ফেলে। ধস্তা-ধস্তি ও ধাক্কা-ধাক্কির এক পর্যায়ে পুলিশ কর্মকর্তাকে জামায়াতের নেতাকর্মীরা কিলঘুষি মেরে আসামি জামালকে ছিনিয়ে নেয়। এই ঘটনা রানীরবন্দর পুলিশের তদন্ত কেন্দ্র জানতে পেয়ে আহত অবস্থায় এসআই রহমানকে উদ্ধার করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, আহত এসআই আব্দুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।