ধনবাড়ীতে এক কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল): ধনবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে ধনবাড়ী থানার এসআই আলী হোসেন ও এএসআই প্রদীপ কুমার উপজেলার মুশুদ্দি কামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে মুসলম উদ্দিন (৪৫) ও তার সহযোগী মুশুদ্দি পূর্বপাড়া গ্রামের আবু বকর সিদ্দিককে (৩৫) গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়েছে।