নারী উদ্যোক্তাদের অর্থায়নে অবহেলা দেখাচ্ছে রংপুরের ব্যাংকগুলো, মতবিনিময় সভায় অভিযোগ

জয়নাল আবেদীন, রংপুর:  রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মহিলা উদ্যোক্তা অর্থায়নে সম্ভাবনা ও সমস্যা  নিয়ে মতবিনিময় সভায় বক্তারা বলেছেন,  বাংলাদেশ ব্যাংকের আদেশ, দিক-নির্দেশনা এমনকি কোনো পরিপত্র মানছে না রংপুরের কোনো ব্যাংক। ফলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের নারী উদ্যোক্তা আন্দোলন ভেস্তে যেতে বসেছে । রংপুরের ব্যাংক কর্তৃপক্ষ বলছে, জামানত ছাড়া কোনো ব্যাংক থেকে  লোন দেওয়া সম্ভব নয়।

rangpur women chamber
মতবিনিময় সভায় অতিথিদের সঙ্গে চেম্বার সভাপতি।

রংপুর উইমেন চেম্বার সভাপতি আনোয়ারা ফেরদৌসী ফলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর মহাব্যবস্থাপক খুরশীদ আলম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এফবিসিসিআই পরিচালক মোছাদ্দেক হোসেন বাবলু, সাবেক পরিচালক মোন্তফা আজাদ চৌধুরী বাবু  এবং রংপুর চেম্বার প্রেসিডেন্ট আবুল কাশেম, ব্যাংকার আতোয়ার রহমান সরকার ।