প্রধানমন্ত্রীর নির্দেশ কার্যকর, মংলা-ঘষিয়াখালী চ্যানেল সংযোগ খালের বাঁধ অপসারণ শুরু

জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): প্রধানমন্ত্রীর নির্দেশের পর মংলা-ঘাসিয়াখালী চ্যানেলের সংযোগ খালের অবৈধ বাঁধ অপসারণ শুরু হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ও রামপাল উপজেলা নির্বাহী অফিসার রাজিব কুমার রায়ের উপস্থিতিতে বুধবার চ্যানেলের রামপাল অংশে বাঁধ অপসারণের কাজ শুরু হয়।  এ সময় রামপালের গিলাতলা, পেড়িখালী, হুড়কা, গৌরম্ভা ও গুনাই ব্রিজ এলাকার সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে।

২৮ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে মংলা-ঘাসিয়াখালী চ্যানেলের সংযোগ খালের বাঁধ অপসারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পর্যায়ক্রমে সব খালের বাঁধ অপসারণ করা হবে বলে জানিয়েছেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার রাজিব কুমার রায়। মংলা-ঘাসিয়াখালী চ্যানেলের সাথে থাকা প্রায় দুই শতাধিক সংযোগ খালে রয়েছে সহস্রাধিক বাঁধ। সরকারি খালে বাধ দিয়ে বছরের পর বছর ধরে চিংড়ি ঘের করে আসছে স্থানীয় প্রভাবশালীরা।